আরও ৩ লাখ ২৫ হাজার ১২০ ডোজ টিকা এসেছে চট্টগ্রামে। এর মধ্যে সিনোফার্ম-এর ৩ লাখ ১০ হাজার ডোজ ও মডার্নার টিকা রয়েছে ১৫ হাজার ১২০ ডোজ।
গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এসব টিকা চট্টগ্রামে এসে পৌঁছায় বলে জানান জেলা সিভিল সার্জন ও চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। বাংলানিউজ
তিনি বলেন, “জেলা সিভিল সার্জন কার্যালয়ের সেন্ট্রাল ইপিআই কেন্দ্রে এসব টিকা সংরক্ষণ করা হয়েছে। চাহিদা অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে টিকা সরবরাহ করা হবে।”
জানা গেছে, ঢাকার গাজীপুরের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সেন্ট্রাল ওয়ার হাউজ থেকে প্রতিষ্ঠানটির নিজস্ব পরিবহনযোগে এসব টিকা চট্টগ্রামে আসে। টিকা গ্রহণ করেন সিভিল সার্জন। বর্তমানে সিনোফার্ম এর টিকা দেওয়া হচ্ছে সবাইকে। এছাড়া ২য় ডোজ হিসেবে দেওয়া হচ্ছে মডার্নার টিকা। টিকা স্বল্পতার কারণে গত কয়েকদিন ধরে মডার্নার টিকা দেওয়া বন্ধ ছিল।