চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে যান চলাচল শুরু

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে চালু করা নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হয়েছে। ৩ জানুয়ারি সকালে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এঙপ্রেসেওয়েতে প্রথম টোল পরিশোধ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রথম দিনে সকাল দশটা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত ৩ লাখ ৬২ হাজার ৬০০ টাকা টোল পরিশোধ করে ৫ হাজার ৬৯৪ টি গাড়ি চলাচল করেছে।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ ১৭ বছর পর স্বদেশে তারেক রহমান
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত