মহেশখালীতে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম হিকমা মণি। গতকাল সোমবার সকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার মাওলানা হেলাল উদ্দিনের একমাত্র কন্যা। স্থানীয়রা জানান, নুরুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে ঘাতক ডাম্পারটি বালু নিয়ে আসে। শিশু হিকমা মণি ভোর সকালে বাড়ির উঠোনে খেলা করার সময় বাড়ির পাশের মহল্লার রাস্তায় যায়। এ সময় বালু ফেলে চলে যাওয়ার সময় বেপরোয়া ডাম্পারটি হিকমা মণিকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে চাকায় পিষ্ট শিশুটির ঘটনাস্থলে মৃত্যু হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান, ডাম্পার চাপায় শিশু নিহতের ঘটনায় ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় তিনটি বালুভর্তি ডাম্পার আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী দুইটি ভিন্ন মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শিশু নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মহেশখালী থানায় নিয়মিত মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মহেশখালী থানার ওসি মজিবুর রহমান জানান, ডাম্পার চাপায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।












