চট্টগ্রামে এমবিবিএস পরীক্ষায় অংশ নিলো ১০ হাজার ৭৯ জন

অনুপস্থিত ১৩৭

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শেষ হলো ২০২৩২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এবার চট্টগ্রামে মোট পরীক্ষার্থী ছিল ১০ হাজার ২১৬ জন। এরমধ্যে গতকাল অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়েছে ১০ হাজার ৭৯ জন। অর্থাৎ ১৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রশাসন সূত্রে জানা গেছে, এবার তিন কেন্দ্রে এমবিবিএস পরীক্ষা সম্পন্ন হয়। এরমধ্যে ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্র, চট্টগ্রাম কলেজ কেন্দ্র এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিপুল সংখ্যক আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রণালয় গঠিত চারটি টিম, স্বাস্থ্য অধিদপ্তর গঠিত পাঁচটি টিম এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের পাঁচজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

জানতে চাইলে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার দৈনিক আজাদীকে বলেন, এমবিবিএস পরীক্ষায় কোনো ধরনের বিশৃক্সখলা হয়নি। তবে পরীক্ষায় ১৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পূর্ববর্তী নিবন্ধ২৩ রোহিঙ্গাকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ বিজিবির
পরবর্তী নিবন্ধলেয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার