দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার জন্য গত দুইদিনে ৬১ নেত্রী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। গতকাল বুধবার দ্বিতীয় দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং গত দুই মেয়াদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানসহ ২৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। এর আগের দিন গত ৬ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিনে চট্টগ্রামের ৩৭ নেত্রী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছিলেন। গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আজ বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
গতকাল দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ২৪ নেত্রী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর উপ কমিটির সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন সাকিব।
গতকাল যারা দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন – কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রুমানা নাসরীন, সৈয়দা রাজিয়া মোস্তাফা, কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, সাহেলা আবেদীন রীমা, তাহমিনা হক শিরিন, অধ্যাপিকা ববি বড়ুয়া, কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, রেহেনা বেগম চৌধুরী, ফারজানা আফসার, উম্মে কুলসুম, সালেহা কাদের, জুবাইদা ছরওয়ার চৌধুরী নীপা, রেখা আলম চৌধুরী, আবিদা আজাদ, শাহিদা আকতার জাহান, জাহেদা বেগম পপি, শামীম আরা লিপি, ফাতেমা বেগম, নাজমা আক্তার, ফারিহা আকবর রিয়া, সিদরাতুল মুনতাহা তৃনা, ববিতা বড়ুয়া, তৃপ্তি রানী বড়ুয়া। অন্যান্যবারের চেয়ে এবার সংরক্ষিত আসনে চট্টগ্রাম থেকে নারী আসনের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি।
চট্টগ্রাম থেকে এবার কারা হচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য তা নিয়ে সর্বমহলে চলছে ব্যাপক আলোচনা। গত নবম, দশম ও একাদশ সংসদে চট্টগ্রাম থেকে দু’জন করে সংরক্ষিত আসনে এমপি ছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে তিনজন হতে পারে বলে নানাভাবে আলোচনা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার জন্য অনেকেই চেষ্টা–তদ্বির করছেন। গতকাল পর্যন্ত চট্টগ্রাম থেকে ৬১ জন সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। এই ৬১ জন নেত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন। এই তালিকায় আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং গর, উত্তর ও দক্ষিণ মেহিলা আওয়ামী লীগের নেত্রীরা। এর মধ্যে বেশিরভাগই প্রয়াত আওয়ামী লীগ নেতাদের পরিবারের সদস্য। সংরক্ষিত আসনের সেই সৌভাগ্যবান নারী সংসদ সদস্য কারা তা জানতে আরো দুই–তিন দিন অপেক্ষা করতে হবে।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনপ্রতিনিধি, আইনজীবীসহ সামাজিক ও মানবাধিকার সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে এবং জাতীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন এমন নেত্রীদের সংখ্যা বেশি।