জাতীয় শিক্ষাক্রমে নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্পর্কিত চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এনসিটিবি ও মাউশি। গতকাল সকালে নগরীর আগ্রাবাদস্থ মাউশির আঞ্চলিক কার্যালয়ে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাউশি, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ এলাহী। বিশেষ অতিথি ছিলেন মাউশি অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন ও চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ। কর্মশালায় চট্টগ্রামের ৬০টি উপজেলা-থানা শিক্ষা অফিসারগণ অংশ নিচ্ছেন। প্রশিক্ষক হিসেবে এনসিটিবির ৩ জন এবং মাউশি অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন। আগামীকাল বুধবার এ কর্মশালা শেষ হবে। মাউশি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে প্রাথমিকের ১ম ও ২য় শ্রেণি এবং মাধ্যমিকের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন কারিকুলামে পাঠদান চালু হবে। একইভাবে ২০২৪ সালের জানুয়ারি থেকে প্রাথমিকের ৩য় ও ৪র্থ এবং মাধ্যমিকের ৮ম ও ৯ম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হবে। ২০২৫ সালে প্রাথমিকের ৫ম শ্রেণি এবং মাধ্যমিকের দশম শ্রেণিতে নতুন কারিকুলামে পাঠদান চালু হবে। ২০২৬ সালে একাদশ শ্রেণি এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে নতুন এ কারিকুলাম চালু হবে। অর্থাৎ ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে জাতীয় শিক্ষাক্রমে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে। আর নতুন এ কারিকুলাম বাস্তবায়নে এরই মাঝে আঞ্চলিক উপ-পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখন উপজেলা-থানা শিক্ষা অফিসারদের প্রশিক্ষণ চলছে। এরপর প্রশিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে জেলা-উপজেলা পর্যায়ে প্রশিক্ষক তৈরি করা হবে। এই প্রশিক্ষকরাই সারাদেশে প্রশিক্ষণ দেবেন বলে জানিয়েছেন মাউশি অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন।












