মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাভুক্ত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় ২০২১-২০২২ চক্রে চট্টগ্রাম জেলায় কর্মরত এনজিও প্রশিক্ষকদের ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ কর্মশালা সম্পন্ন হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে গত ৫ ও ৬ ডিসেম্বর ২ দিন ব্যাপি আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, রাবেয়া চৌধুরী, নাজমুন নাহার, মেহের আফরোজ, জিন্নাত সুলতানা, আকলিমা সুলতানা, সোনিয়া শফি, প্রোগ্রাম অফিসার সালমা পারভীন, নির্বাচিত এনজিও সমন্বয়কারী এবং নিয়োগকৃত প্রশিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি