এবার চট্টগ্রাম নগরীর বায়েজিদে এক হেফজ ও এতিমখানা থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের খাবার চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ঐ মাদ্রাসার এতিমরা মানবেতর জীবন যাপন করছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। আর এরপর থেকেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকজুড়ে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বায়েজিদ লিংক রোডের পাশে অবস্থিত জালালাবাদ এলাকার জালালাবাদ তালিমুল কোরআন হেফজ ও এতিমখানায় এই ঘটনা ঘটে। এসময় মাদ্রাসার বাইরে থাকা রান্নাঘরে চালের টিন ফুটো করে প্রবেশ করে ফ্রিজ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৩০ কেজির বেশী মাছ মাংস নিয়ে যায়।
সেখানে গরুর মাংস, খাসির মাংস ও নানান প্রজাতির মাছ ছিল বলে জানা যায়। এ মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে ১১০ জন। এদের মধ্যে অধিকাংশরাই এতিম। এছাড়াও সেখানে শিক্ষক রয়েছেন ৭ জন ও বাবুর্চি ১ জন। সবার খাওয়া দাওয়া চলে এখানে। সপ্তাহে দুইদিন মাছ ও দুইদিন মাংস চলে। বাকী ৩ দিন সবজি ও ভাজি ছাড়াও অন্যান্য তরকারি রান্না করা হয়। সে হিসেব মতে প্রায় ১০ দিনের মাছ মাংস চুরি হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশের বাংলাদেশের পরিচালক নজরুল ইসলাম জয় জানান, গত বৃহস্পতিবার মাদ্রাসার ফ্রিজ থেকে প্রায় ৩০ কেজি মাছ মাংস চুরি যায়। রান্নাঘরে টিনের চাল ফুটো করে এই চুরির ঘটনা ঘটে। সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশ মাদ্রাসার শিক্ষার্থী এতিমদের জন্য খাবারের সহযোগিতা করে থাকে। এর আগেও রান্নাঘর মেরামতের জন্য নতুন টিনের চাল লাগানো হয়েছিল। সেই টিনগুলোও চুরি করে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, এই চুরির ঘটনার পর থেকে এখন মানবেতর জীবন যাপন করছে শিক্ষার্থীরা। তিনি মাদ্রাসার সহযোগিতার জন্য বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তাক আহমেদ জানান, কে বা কারা মাদ্রাসার ফিজ থেকে অনেক মাছ মাংস চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এর আগে টিনের চাল চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনিও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সহযোগিতা চেয়েছেন।