চট্টগ্রামে এটিএন বাংলার ২৭ বছর পূর্তি অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হলো এটিএন বাংলার ২৭ বছর পূর্তি। এ উপলেক্ষে ঢাকায় প্রধান কার্যালয়ে দিনভর ছিল বর্ষপূতির বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। গতকাল সোমবার চট্টগ্রামেও আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে এটিএন বাংলার ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম অফিসে ছিল নানা আয়োজন। সকালে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সাথে নিয়ে এটিএন বাংলার বর্ষপূর্তির কেক কাটেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এর আগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এবং শুভেচ্ছা বিনিময়। অতিথিদের স্বাগত জানান, এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস।

২৭ বছরপূর্তির নানা পর্বে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, মো. আবুল হাশেম, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সমাজের বিভিন্নস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে জেলা প্রশাসক, বিজিএমইএ, বিভিন্ন টিভি চ্যানেল, সামাজিকসাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে বর্ষপূর্তির শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারবালার ইতিহাস সর্বোচ্চ ত্যাগের শিক্ষা দেয়
পরবর্তী নিবন্ধঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া বন্ধ করুন