চট্টগ্রামে এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

| বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে একদিনে ৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত এই নতুন রোগীদের নিয়ে চলতি অক্টোবর মাসের ১৮ দিনেই মোট ৮৫৯ জনের ডেঙ্গু শনাক্ত হল।

সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ না কমে উল্টো বাড়ছে। এজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা ও জনগণকে সচেতন করতে যা করার তা আমরা সবই করছি।

চট্টগ্রাম সিটি করপোরেশনকে একাধিকবার বলা হয়েছে। তারাও বিভিন্ন স্থানে মশার লার্ভা মারাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’ খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধশেখ রাসেলকে হত্যার নিষ্ঠুরতা সব বর্বরতাকে হার মানিয়েছে