চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১০৪ ডেঙ্গু রোগী শনাক্ত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের এ সংখ্যা চট্টগ্রামে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি মৌসুমে মহানগরসহ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ছাড়াল। গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৭ জনে। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল ৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। তিনি জানান, জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৭০৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মাঝে ৭ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বামীর সহযোগিতায় ভাশুরের হাতে ধর্ষিত!
পরবর্তী নিবন্ধআপনারা সমর্থন করলে দিনে লোডশেডিং, রাতে বিদ্যুৎ