চট্টগ্রামে একদিনে রেকর্ড ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী অনলাইন | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে ১৭ জন বেশি। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৩ জনে।

বুধবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২৪৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

এদিকে একদিনে আক্রান্ত ১১৮ জনের মধ্যে মধ্যে ৬৪ জনের সরকারি হাসপাতালে এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৫৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে মারা গেছেন ১১ জন।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৮ জুলাই
পরবর্তী নিবন্ধফুটবল খেলতে গিয়ে প্রাণ গেলো মাদরাসাছাত্রের