চট্টগ্রামে একদিনে টিকা নিলেন ১০ হাজারের বেশি মানুষ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:০৯ পূর্বাহ্ণ

আনুষ্ঠানিকভাবে করোনা টিকা দেয়ার চতুর্থ দিনে গতকাল চট্টগ্রামে ১০ হাজার ৩৬২ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ সাত হাজার ৩২ জন এবং নারী তিন হাজার ৩৩০ জন। এ নিয়ে গত চারদিনে চট্টগ্রামে মোট ১৮ হাজার ৯৯৪ জন নিয়েছেন। চট্টগ্রামে ইতোমধ্যে ৬৪ হাজার ৮৩৮ জন টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার সেখ ফজলে রাব্বি এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, টিকা নেয়ার জন্য মানুষের মাঝে প্রচুর আগ্রহ দেখা দিয়েছে। সব ধরনের ভয় এবং অপপ্রচার উপেক্ষা করে মানুষ টিকা দিতে ছুটছেন। দিন কয়েক আগেও মানুষ কোভিড পরীক্ষার সেন্টার খোঁজ করতেন, আর এখন মানুষ টিকা দেয়ার জায়গা খুঁজছেন। টিকা দেয়ার চতুর্থ দিনে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা নিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। গতকাল বুধবার সিটি করপোরেশন এলাকায় টিকা নিয়েছেন মোট পাঁচ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে পুরুষ তিন হাজার ৬১২ জন এবং নারী এক হাজার ৭৬৬ জন। এছাড়া এদিন ১৪ উপজেলায় টিকা নিয়েছেন মোট চার হাজার ৩৮৪ জন। এদের মধ্যে পুরুষ দুই হাজার ৪২৯ জন এবং নারী এক হাজার ৫৬৪ জন।
চট্টগ্রামে টিকা দেয়ার সুযোগ আরো বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, উৎসবমুখর পরিবেশে টিকা দেয়া হচ্ছে। প্রচুর ভিড়। এতে নতুন করে কোনো সংকট তৈরি হচ্ছে কিনা সেদিকে সজাগ থাকার জন্যও তারা আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারি টিকা নিলেন কূটনীতিকরাও
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৫ জন