চট্টগ্রামে একদিনেই ২৬০ করোনা রোগী শনাক্ত

মৃত্যু একজনের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ১ হাজার ৩৯০টি নমুনা পরীক্ষায় মঙ্গলবার নতুন করে আরো ২৬০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ১৮.৭০ শতাংশের পজেটিভ শনাক্ত হয়েছে এদিন। নতুন শনাক্ত ২৬০ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৯৪ জনে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মাঝে আরো ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আক্রান্তদের মাঝে ৩২০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, মঙ্গলবারের ১ হাজার ৩৯০টিসহ এ পর্যন্ত মোট ১ লাখ ৬৭ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২৫ হাজার ৫৯৪ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১৫.২৭ শতাংশ। নতুন ৩৬২ জনসহ এ পর্যন্ত ২৩ হাজার ৮৯ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৯০.২১ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার চট্টগ্রামে করোনা শনাক্ত ২৬০ জনের মধ্যে ২১৩ জন মহানগরীর এবং ৪৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উপজেলা-পৌরসভা পেল ২ কোটি ৬৯ লাখ টাকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম এলএ শাখার বিতর্কিতরা কক্সবাজারে