চট্টগ্রামে উপ-অঞ্চল স্কুল ও মাদ্রাসা ক্রীড়ার ফলাফল

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত পঞ্চাশতম শীতকালীন ক্রীড়া আসরের ভলিবলের উভয় গ্রুপে বান্দরবান জেলার কোয়ান্টাম কসমো স্কুল শিরোপা লাভ করেছে। গত বুধবার চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে ভলিবল বালক বিভাগের ফাইনালে কোয়ান্টাম কসমো স্কুলের বালক দল ২-০ সেটে রাঙ্গামাটি জেলার জুরালছড়ির ভুবনজয় সরকারি স্কুলকে, বালিকা বিভাগে কোয়ান্টাম খাগড়াছড়ি সরকারি বালিকা স্কুল দলকে পরাজিত করে। শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক হাসমত জাহান, ক্রীড়া শিক্ষক মো. আলমগীর কবির, দীপু বড়ুয়া, কাজেম আলী স্কুলের ক্রীড়া শিক্ষক আবদুল হান্নান উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত বালক গ্রুপের ক্রিকেটে কক্সবাজার জেলার মহেশখালীর পানি ছড়া স্কুল ১৬ রানে ফেনী জেলার শহীদ স্মৃতি স্কুলকে, বালিকা গ্রুপে রাঙ্গামাটির জুরালছড়ি ভুবনজয় সরকারি স্কুল ৯ উইকেটে খাগড়াছড়ির মহালছড়ি সরকারি পাইলট স্কুলকে পরাজিত করে। হকি বালক গ্রুপে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল ২-১ গোলে ফেনীর জিয়া একাডেমিকে পরাজিত করে। সাইক্লিংয়ের বালক গ্রুপে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের স্কুল শাখার ছাত্র আহম্মদ উল্লাহ ফাহিম ও বখতিয়ার ফাহিম এবং সাইক্লিং বালিকা গ্রুপে ফেনীর বিষ্ণুপুর স্কুলের ছাত্রী শাওরীন বাশার সুপ্তি ও চট্টগ্রামের রাউজান উপজেলার আর.আর.সি এ সরকারি স্কুলের ছাত্রী মেহেরুন্নেছা স্বপ্না যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়।
খেলা শেষে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মাউশি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহাম্মদ মোশাররফ হোসেন বিশেষ অতিথি ছিলেন। বাস্কেটবলে বালক গ্রুপে চট্টগ্রাম সেন্ট প্লাসিডস স্কুল ৫৭-৩৭ পয়েন্টে বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলকে এবং বালিকা গ্রুপে কোয়ান্টাম কসমো স্কুল ৪৭-২ পয়েন্টে চট্টগ্রামের মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) জয়ী
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরা রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেটে কমলারদিঘি দল চ্যাম্পিয়ন