চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ

নেছার আহমেদ খান | শনিবার , ৩ মে, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

প্রেম আসে স্বর্গ থেকে। পৃথিবীটা সৃষ্টি করেছে প্রেম ভালোবাসা দিয়ে। প্রেম ভালোবাসা আছে বলেই পৃথিবীটা অপূর্ব সুন্দর। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা প্রেম ভালোবাসাকে অপবিত্র ভোগবিলাসিতা নিয়ে অপকর্মে জড়িত। মা বাবার অবাধ্য হয়ে প্রেম করে বিয়ে করল, সে প্রেমের বিয়ে ২/১ বছর না পেরিয়ে হয়ে গেল তালাক। এই তালাক শব্দটা ইসলামের একটা ঘৃণিত শব্দ। আমাদের প্রিয় নবীও বিদায় হজে মেয়েদেরকে তালাক দেওয়া নিয়ে মোটেও পছন্দ করিনি।

মা বাবাকে অখুশি করে যে সব ছেলেমেয়ে প্রেম করে বিয়ে করছে তাদের বিয়ে বিচ্ছেদ প্রতিদিনই বাড়ছে। এমন কি খুন হত্যা নিয়ে আইন আদালত পর্যন্ত গড়াচ্ছে। বিয়ে নিয়ে আমার একটা জরিপে দেখা উঠে আসল, যে সব ছেলেমেয়ে মা বাবার পছন্দের মত বিয়ে করেছে তাদের মধ্যে ৭০% ছেলেমেয়ে দাম্পত্য জীবন চিরসুখের শান্তিতে বসবাস করে।

চট্টগ্রামে প্রতি মাসে তালাকের ঘটনা ঘটছে ৫২০ টি। বলাবাহুল্য সমাজিক ধর্মীয় অবক্ষয় ও নৈতিক বিপর্যয়ের কারণে দিন দিন তালাকের ঘটনা বাড়ছে। তালাকের চিত্রটি সামাজিক অবক্ষয় তলানিতে পৌঁছার বার্তা দিচ্ছে বলে অনেক অভিমত। কিছু দিন আগে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত পরিসংখ্যান পড়ে বুঝতে পারছি গত বছরের তুলনায় এই বছর গতানুগতিক হারে বাড়ছে। বিবাহ বিচ্ছেদের কারণগুলো পর্যাালোচনা করে দেখা যায়, বিচ্ছেদের দায়ী করে স্ত্রী স্বামীকে দায়ী করা হয়। নারীদের পক্ষে বিচ্ছেদের প্রধান কারণ হলো পরকীয়া, স্বামী মাদকাসক্ত যৌতুক নিয়ে দ্বন্দ্ব, মতের অমিল স্বামী স্ত্রীর আয়ের টাকা নিয়ে বিরোধ পারিবারিক অশান্তি সহ নানা কারণ। পক্ষান্তরে পুরুষের বড় অভিযোগের কারণ পরকীয়া, মেয়ে সন্তান জন্মদানে অসন্তুষ্টি ঠিকমত সংসার না করা, স্বামী ও শ্বশুর শাশুড়ির কথা না শোনা এবং ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো।

বর্তমান সমাজে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ প্রায় অনুপস্থিত। বর্তমান প্রজন্মের কাছে মেনে নেওয়ার বা সহ্য করার প্রবণতা নেই বললেই চলে। কেউ কারো কথা শুনতে চায় না। সব সময় ‘আমিই সেরা’ মানসিকতা লালন করে। নিজের মধ্যে আমিত্বই বেশি। সংসারে এসব নেতিবাচক কার্যক্রমের শেষ পরিণতি এবং সমাপ্তি ঘটে তালাকের মাধ্যমে। তালাকের ঘটনা বাড়ছে সত্য আমি মনে করি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক অস্থিরতা, সামাজিক বন্ধন কমে যাওয়া, যৌথ পরিবার না থাকা ও নারীর ক্ষমতায়নসহ নানা কারণে তালাক বাড়ছে। ধর্মীয় সামাজিক অবক্ষয়ের কারণেই এমনটি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগণপিটুনির নামে মানবাধিকার বিরোধী মব জাস্টিস বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধঅনুভব