বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে প্রতিযোগিতায় চট্টগ্রাম পর্বে গতকালের খেলায় চাঁদপুর জেলা ১৮৪ রানের বড় ব্যবধানে কক্সবাজার জেলাকে পরাজিত করে। চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় টসে জিতে কক্সবাজার চাঁদপুরকে প্রথমে ব্যাট করতে পাঠায়। চাঁদপুর ৪৮.৪ ওভার খেলে ২৬০ রান সংগ্রহ করে সব উইকেট হারায়। জবাবে কক্সবাজার ২৭.২ ওভার খেলে মাত্র ৭৬ রানে অল আউট হয়ে যায়। এর আগে গত ২৭ মার্চ চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এদিন সকাল ৯ টায় সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান, বিসিবি’র হাই পারফরম্যান্স ক্রিকেট কোচ ও সিজেকেএস কাউন্সিলর নুরুল আবেদীন নোবেল প্রমুখ। এদিন অনুষ্ঠিত খেলায় কুমিল্লা জেলা ৭ উইকেটে রাঙামাটি জেলাকে পরাজিত করে। টসে জিতে রাঙামাটি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩১ ওভার খেলে তারা ৯৯ রানে অল আউট হয়। জবাবে কুমিল্লা জেলা ২০.৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলে নেয়।