দাওয়াতে ইসলামী বাংলাদেশ ও নিষ্ঠা ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় রেডিসন ব্লু চট্টগ্রামের মেঘলা হল রুমে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সেমিনারে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ, ব্যাংকার, আলেম–ওলামা, খতীব, কর্পোরেট হাউজের সিনিয়র কর্মকর্তা এবং সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। ‘মর্ডান ট্রেড চ্যালেঞ্জ এন্ড ইমপ্যাক্ট অন ইসলামী ব্যাংকিং’ শীর্ষক সেমিনারে গবেষণামূলক মূল প্রবন্ধ পাঠ করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ইসকান্দর আলম। সভাপতিত্ব করেন নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল–আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ছালামত উল্লাহ, এবং সঞ্চালনা করেন নিষ্ঠা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. হাসান মুরাদ। প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান থেকে আগত ইসলামী স্কলার ও হেড অব ইসলামী ইকোনমিস্ট, কেন্দ্রীয় ইসলামী বোর্ড পাকিস্তানের সদস্য মুফতী আলী আজগর। তিনি ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয়, সুদমুক্ত ব্যবসা পরিচালনা ও শরীয়া–ভিত্তিক বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। সেমিনারে মুহাম্মদ ইসকান্দর আলম আধুনিক বাণিজ্য চ্যালেঞ্জ, ইসলামী ব্যাংকিংয়ের কার্যকারিতা, শরীয়া ইরশাদ, রিস্ক শেয়ারিং, এসেট বেকড ট্রানজেকশন, ইথিক্যাল বিনিয়োগ এবং সামাজিক দায়িত্ববোধ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ব্যবসায়িক সমস্যা ও সমাধান, আর্থিক সাম্যতা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধের আলোচনায় অংশ নেন প্রফেসর কামাল উদ্দীন আহমদ, এ্যাডভোকেট হুমায়ুন কবির, মোহাম্মদ সাইফুদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাউসার হামিদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ সাকিউর রহমান, মুফতী সালাহউদ্দীন আভারী, মোহাম্মদ শাহেদুল করিম, তানভীর আযহারী এবং মোহাম্মদ তাহসীন। প্রবন্ধের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্ব শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও প্রধান অতিথির দোয়া–মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সেমিনারে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকিং বিষয়ক আরও সেমিনার, টেবিল বৈঠক, লেখনী ও প্রকাশনা কার্যক্রমের গুরুত্ব নিয়ে মতামত ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।










