চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ডিবির জালে

আজাদী অনলাইন | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ৬ হাজার পিস ইয়াবাসহ সুমন দাশ (৩৮) ও সায়েদ ইশতিয়াক আহমদ (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।

সোমবার (২৪ জুন) গোয়েন্দা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে, গতকাল নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশে সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে অভিযান পরিচালনা করে ১টি TVS WEGO 110 মডেল স্কুটির সিটের নিচে বিশেষভাবে রাখা ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোসাঃ সাদিরা খাতুন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাগতিকদের বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী-ছেলের বিদেশ যেতে নিষেধাজ্ঞা