চট্টগ্রামে ইভ্যালির সাবেক সিইও ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে একটি মামলা হয়েছে। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে চৌধুরী নাঈম সরোয়ার নামে এক ব্যবসায়ী মামলাটি করেন। বাদীর আইনজীবী আবুল হাসনাত আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি গ্রহণ করে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, আমার মক্কেল ডিসি রোড এলাকার বাসিন্দা। তিনি প্রতিষ্ঠানটির নিয়মনীতি মেনে ১ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করে একটি মোটরসাইকেল অর্ডার করেন। কিন্তু প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে তা সরবরাহ করেনি। দীর্ঘদিন পার হলেও উক্ত টাকা ফেরত দেয়নি। একপর্যায়ে গত বছরের ১৪ অক্টোবর আমার মক্কেলকে প্রতিষ্ঠানটি একটি চেক দেয়, যা গত ১১ এপ্রিল ডিজঅনার হয়।

পূর্ববর্তী নিবন্ধগরুর চামড়ার দাম বাড়ল বর্গফুটে ৭ টাকা
পরবর্তী নিবন্ধকাঁঠালের জ্যাম আচার চিপসসহ ১২ পণ্য