চট্টগ্রামের বন্দর থানা এলাকায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে রোকসানা (৫৫) আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বন্দর এলাকার মাসুদ চৌধুরী পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সাড়ে ৫ টার দিকে প্রায় আড়াই থেকে ৩০০ মানুষ ভিড় করে ইফতার সামগ্রী নিতে। এসময় ভিড়ের মধ্যে চাপা পড়েন রোকসানা আক্তার, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভিড়ের কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং নিহতের পোস্টমর্টেম পরে পরিবারের কাছে হস্তান্ত করা হবে।