চট্টগ্রামে আ. লীগ ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ, নগর আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৬ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত সোমবার বেলা ২টা থেকে গতকাল মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা  হয়েছে। খবর বাংলানিউজের। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলার আসামি ৪৬ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার
পরবর্তী নিবন্ধগত কয়েকদিন ধরে অগণিত প্রাণহানি ও ধর্ষণের হুমকি পেয়েছি