চট্টগ্রামে আড়াই মাস পর করোনাশূন্য দিন

আজাদী অনলাইন | শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ২:০১ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। দুই মাস ২৫ দিন পর চট্টগ্রামে করোনা শনাক্ত শূন্যের কোটায় নেমেছে। এর আগে গত ১৮ আগস্ট চট্টগ্রামে কারও দেহে করোনা শনাক্ত হয়নি।

শনিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ৭টি ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।

এর আগে শুক্রবার (১১ নভেম্বর) চট্টগ্রামে ৭৪ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ৪১৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রলীগের দুইপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
পরবর্তী নিবন্ধবান্দরবানের তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়ল