আওলাদে রাসূল, পীরে বাঙ্গাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) ও সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) গতকাল শনিবার চট্টগ্রামে এসে পৌঁছেছেন।
আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আগামীকাল সোমবার চট্টগ্রামে ঐতিহাসিক পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (সা.) এর জশনে জুলুসে নেতৃত্ব দানের লক্ষ্যে গতকাল ঢাকা থেকে বিকেলে বিমানযোগে শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম আগমন করেন। এ সময় হুজুরদের আনজুমান ট্রাস্টের পক্ষ থেকে ষোলশহরস্থ আলমগীর খানকাহ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত পবিত্র গেয়ারভী শরীফে সভাপতিত্ব করেন আল্ল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। এতে প্রধান মেহমান ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ)। এতে আরও উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, অর্গানাইজিং সেক্রেটারি মাহবুবুল আলম, আনজুমান ট্রাস্ট কার্যকরী সদস্য আনোয়ারুল হক, নুরুল আমিন, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, আবদুল হাই মাসুম, মাহবুব ছাফা, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাহবুবুল হক খান, আশেক রসুল খান, মোহাম্মদ হোসেন খোকন, গাউসিয়া কমিটি বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা–কর্মীবৃন্দ। উল্লেখ্য, সোমবার চট্টগ্রামে পবিত্র জশনে জুলুছে ঈদ–এ–মিলাদুন্নবী (সা.) সকাল ৮টায় ষোলশহরস্থ আলমগীর খানকা–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে আরম্ভ করে বিবিরহাট (বামে মোড়)-মুরাদপুর (ডানে মোড়)-ষোলশহর–২ নম্বর গেইট–জিইসি মোড় (ডানে মোড়)-পুনরায় ২ নম্বর গেট–ষোলশহর–মুরাদপুর–বিবিরহাট–জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে জমায়েত হয়ে দুপুর ১২টায় মাহফিল এবং নামাজে যোহর ও দোয়া অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।