চট্টগ্রামে আরো ৯৪৫ জন শনাক্ত, মৃত্যু ১১

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন ৯৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ৩৩ দশমিক ০২ শতাংশ। আক্রান্তের মধ্যে নগরীর বাসিন্দা ৬৩৯ জন ও উপজেলার ৩০৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৭০ হাজার ৯০২ জন। সংক্রমিতদের মধ্যে ৫৩ হাজার ৯৬১ জন নগরীর ও ১৬ হাজার ৯৪১ জন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনার আঘাতে চট্টগ্রামে অরো ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নগরীর ২ জন ও উপজেলার ৯ জন। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৮৩৫ জন। এতে শহরের বাসিন্দা ৫১৭ জন ও গ্রামের ৩১৮ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন ১১ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি মাসের প্রথম সতেরো দিনে চট্টগ্রামে ১২৮ করোনা রোগীর মৃত্যু হয়। এটি চট্টগ্রামে একদিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। দেশে করোনার প্রকোপ শুরুর পর চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৪ জন মারা যান গত ১০ জুলাই। এর আগ পর্যন্ত ২৪ এপ্রিল ১১ জনের মৃত্যুই ছিল সবচেয়ে বেশি।
সিভিল সার্জন অফিস সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ২৪৪ জন। এতে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫২ হাজার ৩৫৫ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ২২৫ জন ও ঘরে থেকে চিকিৎসা নিয়েছেন ৪৫ হাজার ১৩০ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ২১৮ জন, ছাড়পত্র নেন ১৭৯ জন। গত ২৪ ঘন্টায় উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ পটিয়ায় ৪৫ জন, রাউজানে ৪২ জন, বোয়ালখালীতে ৪০ জন, হাটহাজারীতে ২৮ জন, ফটিকছড়িতে ২৭ জন, চন্দনাইশে ২৬ জন, বাঁশখালী ও রাঙ্গুনিয়ায় ১৮ জন করে, সীতাকুণ্ডে ১৭ জন, মীরসরাই ও সন্দ্বীপে ১৩ জন করে, লোহাগাড়া ও সাতাকানিয়ায় ৮ জন করে এবং আনোয়ারায় ৩ জন রয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ জফলে রাব্বি আজাদীকে গতকাল রোববার এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধনয় দিনে সংক্রমিত এক লাখ
পরবর্তী নিবন্ধসরকারি টাকায় কেনা লিফট ব্যক্তি প্রতিষ্ঠানে!