চট্টগ্রামে আরো ৮৪ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫৮ জন। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৮৪ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৪ জন রোগী। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা যান ২১ জন। চলতি মাসে মারা গেছেন আরও ৯ জন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাস্তা বন্ধ নিয়ে আলোচনা হয়নি : যুক্তরাষ্ট্র দূতাবাস