চট্টগ্রামে আরো ৬৮ জন গ্রেপ্তার

১০ দিনে গ্রেপ্তার হলো মোট ৮০৩ জন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ৫:৫৮ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নগরী থেকে ৪১ জন এবং বিভিন্ন উপজেলা থেকে ২৭ জন গ্রেপ্তার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে বিভিন্ন মামলায় গত ১০ দিনে চট্টগ্রামে মোট ৮০৩ জন গ্রেপ্তার হলেন।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ আজাদীকে বলেন, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে নগরীতে ১৮টি মামলায় ৪৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরীতে সবশেষ মামলাটি করা হয় বৃহস্পতিবার। এতে চট্টগ্রাম মহানগর যুবদলের আহ্বায়ক ফজলুল হক সুমনসহ ৩১ জন ছাড়াও অজ্ঞাত আরও ৩০৪০ জনকে আসামি করা হয় বলে ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী জানান। মামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, বুধবার রাতে ডিটি রোড এলাকায় বায়তুশ শরফ মাদ্রাসার কাছে বিএনপিজামায়াতের লোকজন জড়ো হয়ে মিছিলের চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করলে তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ২৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এ নিয়ে মহানগরের বাইরে জেলায় মোট ৩৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে চিকিৎসাধীন আরও এক তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাতিল হওয়া ট্রেনের টিকিটের ১৬ কোটি টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে