চট্টগ্রামে আরো ৫ মৃত্যু

নতুন শনাক্ত ৭০

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ মে, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নগরীর ও ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩১ জন মহানগরীর ও ১৫৬ জন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪১৩টি নমুনা পরীক্ষায় ৭০ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৫১ হাজার ৮৯৭ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪১ হাজার ৫২২ জন ও উপজেলার বাসিন্দা ১০ হাজার ৩৭৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৫০ হাজার ৩৪২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫১ হাজার ৮৯৭ জনের। সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরীর ১০ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরীর ৫ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জন নগরীর ও ২ জন উপজেলার বাসিন্দার পজেটিভ শনাক্ত হয়েছে। কঙবাজার মেডিকেল কলেজে ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে জেলার ২ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরীর ১৩ জন ও উপজেলার ২ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। শেভরণে ৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরীর ২ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। মা ও শিশু হাসপাতালে ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরীর ৫ জন ও উপজেলার ১ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। আরটিআরএলএ তে ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরীর ১৩ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরীর ৪ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক শনাক্ত রোগী ফের হাজার ছাড়াল
পরবর্তী নিবন্ধতিউনিসিয়ায় নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার