চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নগরীর ও ১ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে গত বছরের ৩ এপ্রিল থেকে চট্টগ্রামে করোনায় মোট ৬০৮ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে ৪৩৮ জন নগরীর ও ১৭০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৮৭টি নমুনা পরীক্ষা হয়। এতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৮২ জন রোগী। শনাক্তদের মধ্যে ৬০ জন নগরীর ও ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৩ জনে। এর মধ্যে ৪২ হাজার ৩১৭ জন নগরীর ও ১০ হাজার ৭৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৫৯ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৯টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ২ জন। বিআইটিআইডিতে পরীক্ষা হয়েছে ২৮৬টি নমুনা। এর মধ্যে ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষাকৃত ১৮ জনের নমুনায় ৪ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। অপরদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১৩৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৩০ জন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৬ জন। আরটিআরএলএ’তে ৫২টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন ২৩ জন। আর চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা ধরা পড়ে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজাদীকে শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।