চট্টগ্রামে আরো ৩ মৃত্যু শনাক্ত ৪১

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা দুইজন ও উপজেলার একজন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এখন ১ হাজার ৩০৪ জনে। এর মধ্যে ৭২০ জন নগরীর ও ৫৮৪ জন উপজেলার বাসিন্দা। এদিকে একই সময় চট্টগ্রামে আরো ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় ১ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে নগরীর ২০ জন এবং উপজেলার ২১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে এখন ১ লাখ ১ হাজার ৮২৫ জনে। এর মধ্যে ৭৩ হাজার ৭২৯ জন নগরীর বাসিন্দা ও ২৮ হাজার ৯৬ জন উপজেলার।
উপজেলায় আক্রান্তদের মধ্যে বাঁশখালীতে ১৭ জন, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন গতকাল রোববার আজাদীকে এসব তত্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে শনাক্তের হার তিন শতাংশের নিচে
পরবর্তী নিবন্ধভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু কাল মক ভোটিং ও প্রচারের শেষ দিন