চট্টগ্রামে আরো ৩ জনের করোনা শনাক্ত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছে ২২১ জনের। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

এরমধ্যে শেভরনে ২ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে ১ জনের করোনা শনাক্ত হয়। মোট আক্রান্তদের মধ্যে ১৯৮ জন নগরীর এবং ২৩ জন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এখন পর্যন্ত করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ জন নগরীর এবং ৪ জন বিভিন্ন উপজেলার।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যু বেড়ে ৩১, আহত ১৬৫
পরবর্তী নিবন্ধমাইলস্টোনের আন্দোলনে লীগের সন্ত্রাসীদের স্যাবোট্যাজ দেখছে হেফাজত