ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে গতকাল শনিবার বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের আরো ৩৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির ৬ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ জন প্রার্থী রয়েছেন। এর আগে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৫৪ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সব মিলে চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন ১৯২ প্রার্থী। এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গতকাল পর্যন্ত নেয়া মনোনয়ন ফরমের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এলডিপি, গণফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পর্ার্টি, বিএসপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও স্বতন্ত্রসহ ১৯২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল পর্যন্ত চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থীরা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মো. হেদায়েত উল্যাহ্ আজাদীকে জানান, আজকে (শনিবার) বিভাগীয় কমিশনার ও তার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, গতকাল চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির মো. শহীদুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মছিউদ দৌলা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. জাকারিয়া খালেদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নুরুর রশীদ।
চট্টগ্রাম–৫ হাটহাজারী আসন থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোখতার আহমেদ মনোনয়ন ফরম নিয়েছেন। চট্টগ্রাম–৮ বোয়ালখালী–চান্দগাঁও আসন থেকে বিএনপির মো. মোরশেদুল আলম এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মো. গোলাম ফারুক, চট্টগ্রাম–৯ কোতোয়ালী আসন থেকে বাংলাদেশ নেজামে ইসলাম পর্ার্টির মো. নেজাম উদ্দীন মনোনয়ন ফরম নিয়েছেন।
চট্টগ্রাম–১০ ডবলমুরিং–হালিশহর–পাহাড়তলী আসন থেকে বাংলাদেশ বিএনপি থেকে সাঈদ আল নোমান মনোনয়ন ফরম নিয়েছেন। একই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়া বাংলাদেশ লেবার পার্টির মোহাম্মদ ওসমান গনি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. লিয়াকত আলীও মনোনয়ন ফরম নিয়েছেন।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, চট্টগ্রাম–১ মীরসরাই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জাফর উল্লাহ, চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের এইচ এম আশরাফ বিন ইয়াকুব, বিএসপি থেকে মো. ওসমান আলী ও শাহাজাদা সৈয়দ, চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসন থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এম এ ছালাম, চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া থেকে জাতীয় পার্টির মো. মেহেদী রাসেদ ও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী সি এস কে ছিদ্দিকী মনোনয়ন ফরম নিয়েছেন।
চট্টগ্রাম–১২ পটিয়া আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় পার্টির ফরিদ আহম্মদ চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সিরাজুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম বেলাল নুর ও স্বতন্ত্র থেকে আয়েশা বেগম, চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী আসন থেকে জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী এবং স্বতন্ত্র থেকে মীর আহমদ মনোনয়ন ফরম নিয়েছেন।
চট্টগ্রাম–১৪ চন্দনাইশ আসন থেকে গতকাল বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন সিরাজুল ইসলাম ও আবদুস সালাম মামুন। এছাড়া জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন মোহাম্মদ বাদশা মিয়া। চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন নিয়েছেন শরীফুল আলম চৌধুরী, চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসন থেকে মনোনয়ন নিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা, এলডিপির কফিল উদ্দিন চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ রুহুল্লাহ।
এদিকে চট্টগ্রাম–১১ আসনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গতকাল বিএনপির ডা. লুসি খান, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আবু তাহের এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল মতে, আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।












