চট্টগ্রামে আরো ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত

সারা দেশে তরুণদের মৃত্যুর হার বেশি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে গতকাল আরো ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৮ জন পুরুষ, ১২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৫৪ জনে। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে গতকাল কারো মৃত্যু হয়নি। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি। মৃত রোগীদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগের ক্ষেত্রে মৃত্যুর কারণ ছিল ডেঙ্গু শক সিনড্রম। আর দ্বিতীয় প্রধান কারণ ছিল এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রম।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২০ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মোট ১৯ জনের বয়স ছিল ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়া ১০ বছরের কম বয়সী ১৬ জন, ১০ থেকে ২০ বছরের মধ্যে ১০ জন, ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ৪০ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬০ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭০ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৮০ থেকে ৯০ বছরের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এ বছর।

এদিকে গতকাল আরো ১৮ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪০ জনে। এর মধ্যে ১ হাজার ৮১৭ জন পুরুষ, ১ হাজার ৩৫৯ জন নারী এবং ২৪৬ জন শিশু রয়েছে। এছাড়া চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে ১ হাজার ১৮৮ জন পুরুষ, ৬৮২ জন নারী ও ৩৮৪ জন শিশু রয়েছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। অন্যদিকে সারা দেশে ডেঙ্গুতে গত রোববার পর্যন্ত ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৩১ জনে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ আমার ভাইকে গুলি করে হত্যা করে
পরবর্তী নিবন্ধ২৫ সেপ্টেম্বর থেকে টানা ৬ রাত চলবে টানেলের রক্ষণাবেক্ষণ কাজ