চট্টগ্রামে আরো ২ মৃত্যু, শনাক্ত ৫৪

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ৩ দশমিক ২৭ শতাংশ। নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে নগরীর বাসিন্দা ৩৩ জন ও উপজেলার ২১ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে এখন ১ লাখ ১ হাজার ৪৯০ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৫১৮ জন ও উপজেলার বাসিন্দা ২৭ হাজার ৯৭২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজান ও হাটহাজারীতে ৯ জন, মীরসরাইয়ে ২ জন এবং চন্দনাইশে ১ জন করে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ২ জনের মৃত্যু হয়েছে। দুজনই উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ২৮৬ জনে দাঁড়িয়েছে। মৃতদের ৭০৮ জন নগরীর বাসিন্দা ও ৫৭৮ জন উপজলোর বাসিন্দা। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন নতুন করে ৭২ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৮৬ হাজার ৪১৯ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৪৯৬ জন এবং হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন ৭৫ হাজার ৯২৩ জন। একই সময় হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে যুক্ত হয়েছেন ১২১ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৫৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫২৪ জন করোনা আক্রান্ত রোগী।

পূর্ববর্তী নিবন্ধমার্কেটে সরকারি বিনামূল্যের বই একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধক্ষোভ ও প্রতিবাদ অনুমতি মেলেনি গণসংহতি আন্দোলনের সমাবেশের