চট্টগ্রামে আরো ১১৩ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ১১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৬৯ জন। তবে এদিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল ডেঙ্গু আক্রান্ত ১১৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪ জন, বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন রোগী। এর মধ্যে চলতি অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ১ হাজার ৭৯০ জন। এছাড়া এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮১ জনের। এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছেন ৭ জন।

পূর্ববর্তী নিবন্ধবাবুল আক্তারের জামিন আবেদন হাইকোর্টে খারিজ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৯০ লাখ টাকার সরকারি জায়গা উদ্ধার