চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর ২ জন ও উপজেলার ১ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ জনে। এতে নগরীর ৭১৪ জন ও উপজেলার ৫৭৯ জন। একই সময় চট্টগ্রামে নতুন করে ৩৬ জনের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। এ সময় ১ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা হয়। নতুন শনাক্ত ৩৬ জনের মধ্যে নগরীর ২৫ জন ও উপজেলার ১১ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৬৩০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নগরীর ৭৩ হাজার ৬১৪ জন ও উপজেলার ২৮ হাজার ১৬ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে ৬ জন, আনোয়ারা ও ফটিকছড়িতে ২ জন করে ও সীতাকুণ্ডে ১ জন রয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থতা লাভকারীর সংখ্যা ৮৬ হাজার ৬৪৬ জনে উন্নীত হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৬৯৭ জন।