চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুদিনে তিনজন প্রাণ হারালো। নতুন করে আক্রান্ত হয়ে আরো ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ১৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন অফিস গতকাল জানিয়েছে, নগরীর বাকলিয়া চকবাজার এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী বাসাবি আচার্য গত ৭ নভেম্বর নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে ওই দিনই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে। এদের মধ্যে ১১ জন পুরুষ, ১৭ জন নারী ও চারজন শিশু রয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি–বেসরকারি হাসপাতালে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ১৩ জন ভর্তি হয়। এর আগের দিনের রিপোর্টে এক নারী ও এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছিল সিভিল সার্জন অফিসের ডেঙ্গু কন্ট্রোল রুম।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৫০ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।