গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। এক সপ্তাহ পর এমন দিন দেখেছে চট্টগ্রাম। তবে গত বছরের ৩ এপ্রিল থেকে চট্টগ্রামে ১ হাজার ২৮৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা রয়েছে ৭১১ জন ও উপজেলার ৫৭৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৪৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৩ শতাংশ। এসময় চট্টগ্রামের ১ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে নগরীর বাসিন্দা ২৭ জন ও উপজেলার ১৯ জন।
এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৫৬২ জন। এর মধ্যে ৭৩ হাজার ৫৬৭ নগরীর ও ২৭ হাজার ৯৯৫ জন উপজেলার বাসিন্দা। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৯ জন, সীতাকুণ্ডে ৩ জন, মীরসরাই ও পটিয়ায় ২ জন করে এবং বোয়ালখালী, আনোয়ারা ও সাতকানিয়ায় এক জন করে রয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৫৬৮ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৫১৫ এবং বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন ৭৬ হাজার ৫৩ জন। একই সময় হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ১০৭ জন। ছাড়পত্র নেন ৫৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৬০১ জন।