চট্টগ্রামে ক্লিনিক্যাল টেস্টে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ০ দশমিক ৬০ শতাংশ। এ সময় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের।
প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার জন্য নির্ধারিত ১৫ ক্লিনিক্যাল ল্যাবরেটরির সাতটিতে গতকাল নমুনা পরীক্ষা হয়েছে। অবশিষ্ট আটটিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি। এক হাজার ৪৮৯টি নমুনায় নতুন শনাক্ত ৯ জীবাণুবাহকের মধ্যে শহরের ৮ ও রাঙ্গুনিয়া উপজেলার একজন।