চট্টগ্রামে আরও ৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

এ পর্যন্ত নিলেন ১৫৩ প্রার্থী, রাউজান থেকে নিলেন বিএনপির আরো এক নেতা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে আরও ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গতকাল পর্যন্ত নেয়া মনোনয়ন ফরমের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পর্ার্টি, বাংলাদেশ ডেভেপমেন্ট পার্টি ও স্বতন্ত্রসহ ১৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থীরা।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন তিন জন। নগরের ৫টি (চট্টগ্রাম, , , ৯ ও ১০) আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। জেলার ১০টি (চট্টগ্রাম, , , , , ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬) আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চট্টগ্রাম১১ আসনের রিটার্নিং অফিসার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ জানান, আজকে (গতকার বৃহস্পতিবার) একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মোট ৪৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, গতকাল চট্টগ্রাম(হাটহাজারী ও চসিকের ১২ নং ওয়ার্ড) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী আবদুল বারেক চৌধুরী। চট্টগ্রাম১১ আসনে (বন্দর, পতেঙ্গা, হালিশহর) মনোনয়ন সংগ্রহ করেছেন এ বি পার্টির প্রার্থী মোহাম্মদ লোকমান।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, চট্টগ্রাম(ফটিকছড়ি) আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির হুসাইন মুহাম্মদ শাহজাহান। চট্টগ্রাম(সন্দ্বীপ) থেকে মনোনয়ন নিয়েছেন উত্তর জেলা জামায়াতের আমির মুহাম্মদ আলা উদ্দিন। চট্টগ্রাম(রাউজান) থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি নেতা মো. জসিম উদ্দিন সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান মঞ্জু এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আবদুল হামিদ চৌধুরী।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল মতে, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। তফসিল ঘোষণার পরদিন (১২ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। চট্টগ্রামের ১৬ আসনে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে বাড়ছে শীতের প্রকোপ
পরবর্তী নিবন্ধমহানগরের প্রধান সমন্বয়কারীর পদত্যাগ