চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নগরীর ও ১ জন জেলার বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৫৪০ জন মৃত্যুবরণ করেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন ৫ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯৮ জন। ১ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষায় এ ১৯৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ১৯৮ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৭৮ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪০ হাজার ৪৩৬ জন ও জেলার ১০ হাজার ৪২ জন। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৫৪০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ৪০০ জন নগরীর ও ১৪০ জন জেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৭টিসহ এ পর্যন্ত মোট ৪ লাখ ৩৯ হাজার ৩০৯টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫০ হাজার ৪৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত ১৯৮ জনের মধ্যে ১৩৭ জন নগরীর ও ৬১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় ১৫.১৪ শতাংশ। নতুন ৮৪ জনসহ এ পর্যন্ত ৩৬ হাজার ৪২৪ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ১৬৪ জন। অন্যদিকে বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৫৬০ জন। তথ্য মতে, এখন পর্যন্ত বয়সভিত্তিক হিসেবে দশ বছরের কম বয়সী শিশুরাই করোনায় সবচেয়ে কম আক্রান্ত। আর ৩১ থেকে ৪০ বছর বয়সীরাই সবচেয়ে বেশি আক্রান্ত। দশ বছরের কম বয়সীরা ২.৫০ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সীরা ৭.৮ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীরা ১৯.৫৯ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ২৩.৫৮ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ১৮.৪৪ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা ১৫.২৪ শতাংশ ও ৬০ থেকে উর্ধ্ব বয়সীরা ১৩.৫৫ শতাংশ হারে আক্রান্ত হচ্ছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেন।