চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ২ হাজার ৭৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে ১ হাজর ৭৪৬ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯৯৮ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের। চলতি অক্টোবরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।
অপরদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১১ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭৭ জন।
গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৫০৩ জন পুরুষ, ৭৫৭ জন নারী এবং ৪৮৪ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১২ জন, পুরুষ ৬ জন এবং ৩ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।