চট্টগ্রামে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে মোট করোনা শনান্ত হয়েছে ১৮৪ জনের। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্যমতে, চট্টগ্রামের ১০টি হাসপাতাল ও ল্যাবে ৯২ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতাল ও ল্যাবে চার জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এরমধ্যে শেভরনে নমুনা পরীক্ষায় ৩ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের শরীরে করোনা পাওয়া যায়। আক্রান্ত চার জনের মধ্যে দুইজন নগরীর বাসিন্দা।