চট্টগ্রামে আরও ৪৩ ডেঙ্গু রোগী শনাক্ত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ২ হাজার ৯৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে ১ হাজর ৮৭২ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। চলতি অক্টোবরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম সিএমএইচে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৭ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৬০৩ জন পুরুষ, ৮১০ জন নারী এবং ৫২২ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১৩ জন, পুরুষ ৯ জন এবং ৩ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারিবেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ছাগলের খামার থেকে সিগারেটের ব্যান্ডরোল জব্দ
পরবর্তী নিবন্ধপ্রাইজ বন্ডের ড্র, প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৮০৬৯৬৪