চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৩ জন পুরুষ, ১২ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৭ জনে। অপরদিকে আরো ১৮ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে মোট আক্রান্তের মধ্যে ১ হাজার ১০১ জন পুরুষ, ৬০২ জন নারী ও ৩৫৪ জন শিশু রয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন পুরুষ, ৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। অপরদিকে চট্টগ্রাম এখন পর্যন্ত মোট ৩ হাজার ৩৪৯ জন রোগী চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১ হাজার ৭৮২ জন পুরুষ, ১ হাজার ৩৩২ জন নারী এবং ২৩৫ জন শিশু রয়েছে।












