চট্টগ্রামে আরও ২ মৃত্যু নতুন শনাক্ত ৩৩

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা একজন ও উপজেলার একজন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এখন ১ হাজার ২৯৫ জনে। এর মধ্যে ৭১৫ জন নগরীর ও ৫৮০জন উপজেলার বাসিন্দা।
এদিকে একই সময় চট্টগ্রামে আরও ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসময় ১ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৩৩ জনের মধ্যে নগরীর ২০ জন এবং উপজেলার ১৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজান, হাটহাজারী ও সীতাকুণ্ডে ৩ জন করে, মীরসরাইয়ে ২ জন, বাঁশখালী ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ১ লাখ ১ হাজার ৬৬৩ জনে। এর মধে ৭৩ হাজার ৬৩৪ জন নগরীর বাসিন্দা ও ২৮ হাজার ২৯ জন উপজেলার।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ১০ হাজারের বেশি ও বাসায় চিকিৎসা নিয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল মঙ্গলবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে
পরবর্তী নিবন্ধত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসেই চট্টগ্রামে বেশি হৃদরোগী