চট্টগ্রামে আরও ২০ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৪ হাজার ১৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে ২ হাজর ৬৪৪ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৮ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের। চলতি ডিসেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের।

গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন, চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ জন।

পূর্ববর্তী নিবন্ধ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত
পরবর্তী নিবন্ধমেডিকেলে ভর্তির আবেদন আজ শুরু