চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৩ হাজার ৯২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে ২ হাজর ৫৪৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮৬ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ জনের। চলতি নভেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ২ হাজার ১০১ জন পুরুষ, ১ হাজার ১১১ জন নারী এবং ৭১৭ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ২২ জন, পুরুষ ১৫ জন এবং ৪ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।