চট্টগ্রামে আরও ১ মৃত্যু, নতুন শনাক্ত ৫

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন নগরীর বাসিন্দা ও উপজেলার ২ জন। এ সময় এক হাজার ১৫২ টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ১১৫ জন। মোট শনাক্তের মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৯০৩ জন, বাকি ২৮ হাজার ২১২ জন উপজেলার। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে এক হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরীর, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয় ৫৯৪ জনের।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে তিন মাসে বড় দরপতন পুঁজিবাজারে
পরবর্তী নিবন্ধদুদিন পরও হয়নি মামলা