গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৬৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় ১ দশমিক ০২ শতাংশ। এই দিন করোনায় মারা গেছে ১ জন। তিনি উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (১৯ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ দিন নতুন আক্রান্ত হওয়া ১৩ জনের মধ্যে ৮ জন নগরের এবং ৫ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১২৮ জন। এর মধ্যে নগর এলাকায় ৭৩ হাজার ৯১১ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২১৭ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩১৫ জনের মধ্যে ৭২০ জন নগর এবং ৫৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।-বাংলানিউজ